Saturday, 06 December 2025
Details

UK NHS Strike: রেসিডেন্ট ডাক্তারদের পাঁচ দিনের ধর্মঘট ঘোষণা | BBC source

UK NHS Strike: রেসিডেন্ট ডাক্তারদের পাঁচ দিনের ধর্মঘট ঘোষণা | BBC source

যুক্তরাজ্যের ডাক্তারদের দীর্ঘদিনের বেতন সংক্রান্ত আন্দোলনে নতুন করে আবারও ধর্মঘটের ঘোষণা দিয়েছে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (BMA)। BBC রিপোর্টে বলা হয়েছে, রেসিডেন্ট ডাক্তাররা (আগের নাম জুনিয়র ডাক্তার) আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা পাঁচ দিনের কর্মবিরতিতে যাবেন।

এটি হবে মার্চ ২০২৩ থেকে এখন পর্যন্ত ডাক্তারদের ১৪তম ধর্মঘট। এ সিদ্ধান্তে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বড় ধরনের বিঘ্নের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এনএইচএস কর্মকর্তাদের মতে, বড়দিনের আগের সময় হওয়ায় এই ধর্মঘটকে “সংঘাত বাড়ানোর পদক্ষেপ” হিসেবে দেখা হচ্ছে। তাঁদের দাবি, এই সময়ে স্বাস্থ্যসেবা সবসময় চাপের মধ্যে থাকে, তাই রোগী সেবা ব্যাহত হবে।

অন্যদিকে BMA বলছে, তারা কোনো উপযুক্ত বেতন প্রস্তাব পায়নি। সরকারের কাছ থেকে সন্তোষজনক অফার না পাওয়ায় ধর্মঘটের পথে হাঁটা ছাড়া তাদের সামনে অন্য বিকল্প ছিল না।

রেসিডেন্ট ডাক্তাররা যুক্তরাজ্যের মোট মেডিক্যাল কর্মীদের প্রায় অর্ধেক। তাদের মধ্যে আছেন নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসকরাও। তারা ইমার্জেন্সি এবং রুটিন উভয় ধরনের সেবা থেকে সরে দাঁড়াবেন। তবে সিনিয়র ডাক্তাররা দায়িত্ব নিয়ে সেবা দেবেন।

গত মাসে হওয়া পাঁচ দিনের আরেকটি ধর্মঘটের পর সরকারি আলোচনাও ভেঙে যায়। সরকার চিকিৎসকদের জন্য নতুন ট্রেনিং পজিশন, কাজের পরিবেশ উন্নয়ন এবং পরীক্ষা সংক্রান্ত ব্যয় কমানোর মতো সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে BMA জানায়, প্রস্তাবে যথাযথ বেতন বৃদ্ধির নিশ্চয়তা না থাকায় এটি গ্রহণযোগ্য নয়।

সংক্ষেপে, বেতন ও কর্মপরিবেশ নিয়ে সরকারের সঙ্গে ডাক্তারদের বিরোধ আরও তীব্র আকার নিচ্ছে।